ওয়েব ডেস্কঃ বায়োলজিক্যাল ‘ই’ -র কর্বেভ্যাক্স (Corbevax) কে সতর্কতামূলক ডোজ হিসেবে অনুমোদন দিয়েছে ভারত সরকার। এই প্রথম বার কোভিড এর জন্য দেওয়া প্রাথমিক টিকার থেকে আলাদা কোন বুস্টার ডোজ ভারতে অনুমদিত হল।
আজ থেকে এই কর্বেভ্যাক্স পাওয়া যাবে দেশের টিকা কেন্দ্র গুলিতে। টিকা প্রস্তুতকারী সংস্থার তথ্য অনুযায়ী তারা এখন ও পর্যন্ত দশ কোটি টিকা সরকারকে সরবরাহ করেছে। কো-উইন (CoWin) অ্যাপের মাধমে সরকারি বা বেসরকারি সমস্ত কেন্দ্রেই মিলবে কর্বেভ্যাক্স। তবে বেসরকারি টিকা কেন্দ্রে এই বুস্টারের দাম নির্ধারিত হয়েছে ৪০০ টাকা।
কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের উভয় ডোজ যারা নিয়েছেন, তাদের বয়স ১৮ বছর হলেই কর্বেভ্যাক্স নিতে পারবেন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ