ওয়েব ডেস্কঃ বহু প্রতীক্ষিত উপরাষ্ট্রপতি (Vise-President) নির্বাচনের ফল প্রকাশিত হল। রাজনৈতিক বিশ্লেষকদের আগাম পূর্বাভাসই সঠিক প্রতিপন্ন হল। ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। প্রসঙ্গত, দেশের শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। অপরদিকে বিরোধী দলের প্রার্থী হয়েছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক মারগারেট আল্ভা।
উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেন। সংখ্যা তত্ত্বের হিসেবে নির্বাচনে জিততে গেলে ৩৯৪ টি ভোট প্রয়োজন। আর বর্তমান বিজয়ী প্রার্থী ৫২৮ টি ভোট পেয়ে ৩৪৬ ভোটে জয় লাভ করেন।
বর্তমান উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট। আগামী ১১ আগস্ট নতুন উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ। প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। তাই তিনি স্পীকারের সমান বেতন ও ভাতা পান। জানা গেছে, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াও মাসে প্রায় ৪ লক্ষ টাকা বেতন পান।
সদ্য জয়লাভ করা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় এর এবার নতুন ঠিকানা হতে চলেছে নয়াদিল্লির মৌলানা আজাদ রোডের ৬ নং বাংলো।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ