সুদীপ ঘোষঃ পর্যটকদের জন্য সুবর্ন সুযোগ নিয়ে এল কেন্দ্রীয় সরকার। এবার দেশের সমস্ত স্মৃতি সৌধ বিনামূল্যে দর্শনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে স্বাধীনতার মাসের ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত এই সুবর্ন সুযোগ পাবে দেশের পর্যটকরা।
ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার সারাবছর জুড়ে “আজাদি কি অমৃত মহোৎসব” (AzadiKaAmritMahotsav) কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে এবার বিনামূল্যে খুলতে চলেছে দেশের স্মৃতি সৌধ গুলির দরজা। দেশের স্বাধীনতার সাথে দেশের ইতিহাসের আরও একবার মেলবন্ধন ঘটাতেই এই বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। এই উদ্যোগের ফলে দিল্লির লালকেল্লা- তাজমহল থেকে বাংলার বিষ্ণুপুরের মল্লারাজাদের মন্দির সব ঐতিহাসিক সৌধ বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন দেশবাসী।
ভারত সরকারের এই উদ্যোগ সারাদেশ জুড়ে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্থান গুলি দর্শনের প্রতি আরও আগ্রহ বাড়াবে বলে বিশেষজ্ঞদের মত। বিনামূল্যে ঐতিহাসিক সৌধ দর্শন দেশের শিশু ও ছাত্রছাত্রী থেকে সমস্ত বয়সের জনগণের কাছে ইতিহাসকে জানার নতুন দরজা খুলে দেওয়ার মতো। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া দেশের বিভিন্ন পর্যটক স্থান গুলির বাসিন্দাদের। বিনামূল্যে স্মৃতি সৌধ দর্শনের এই ১০দিন করোনা পরবর্তী পর্যটন শিল্পের উন্নতিতে সাময়িক গতি দিতে পারে বলে অনেকের মত।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ