সুদীপ ঘোষঃ নিজেদের দেশে চলছে যুদ্ধ, তাই বিয়ে করলেন ভারতে। এমনই ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশের ধর্মশালা। প্রায় ছয় মাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের (Russia-Ukrain) যুদ্ধ। আর সেই দুই দেশের এক যুগল বিবাহ বন্ধনে বাঁধা পড়ল ভারতে।
সার্গেই নিভিকোভ, যিনি রাশিয়ান নাগরিক তিনি তার দীর্ঘ দিনের বান্ধবী ইউক্রেনের বাসিন্দা ইলোনা ব্রামোকাকে বিয়ে করে প্রেমের পূর্ণতা দিলেন।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তারপর শুরু হয় স্থল ও আকাশ পথে আক্রমণ। রাশিয়ার লাগাতার আক্রমণের সামনে বিধ্বস্ত হয়ে যায় ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়ে যায় সাধারণ মানুষ। এখনও থামেনি সেই যুদ্ধের রেশ। রাষ্ট্র প্রধানদের হিংসার খেলার মাঝেই প্রেম ও ভালোবাসার উদাহরণ দেখালেন ঐ দুই দেশের এই প্রেমিক যুগল।
যুদ্ধ নয়, প্রেমের বার্তা ছড়িয়ে দিলেন নিজেদের গাঁটছড়া বাঁধার মধ্য দিয়ে। বিশ্বের কাছে যুদ্ধ নয়, প্রেমের গুরুত্ব আরও একবার তুলে ধরলেন তারা। দুই বিদেশির বিয়েতে জোর গুঞ্জন শুরু হয় হিমাচল প্রদেশ জুড়ে। ধর্মশালা তাদের বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব। রাশিয়া- ইউক্রেন থেকে অনেক দূরে ভারতে হিন্দু রীতি মেনে বিবাহ সম্পূর্ন হল তাদের।
তাদের এই বিবাহের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তাদের এই “যুদ্ধে নয়, প্রেমে থাকার” বার্তা এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে । সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তাদের নতুন ইনিংস শুরু করার অভিনন্দন বার্তা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ