ওয়েব ডেস্কঃ ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স (MonkeyPox)। দেশে সংক্রামিতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পাওয়া গেছে মৃতের খোঁজ ও।
এই পরিস্থিতি তে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের তরফে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। মাঙ্কি পক্স এড়াতে কি করনীয় আর কী করনীয় নয় তা উল্লেখ রয়েছে এই গাইডলাইনে।
দেখে নিন মাঙ্কি পক্স সম্পর্কিত সতর্কতা গুলো
প্রথমেই বলা হয়েছে মাঙ্কি পক্স কাদের হতে পারে? মাঙ্কি পক্স যে কারোরই হতে পারে যদি সক্রামিত ব্যক্তির সাথে বার বার বা দীর্ঘ সময় ধরে মেশা হয়।
কী করবেন?
সংক্রামিত রোগীদের অন্য দের থেকে আলাদা রাখুন
সাবান জলে হাত ধোবেন। অথবা স্যানিটাইজার ব্যবহার করুন।
সংক্রামিত ব্যক্তির কাছে গেলে অবশ্যই মাস্ক এবং ডিসপোজেবল গ্লাভস পড়ুন।
জীবাণুনাশক ব্যবহার করে পার্শ্ববর্তী পরিবেশ জীবানুমুক্ত রাখুন।
কী করবেন না?
মাঙ্কি পক্স সংক্রামিতের সঙ্গে জামা-কাপড়, তোয়ালে বা বিছানা শেয়ার করবেন না।
সংক্রামিতের ব্যবহৃত বস্ত্র অন্য কোন সুস্থ ব্যক্তির বস্ত্রের সাথে একসঙ্গে পরিস্কার করবেন না।
মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দিলে সামাজিক অনুষ্ঠান থেকে বিরত থাকুন।
গুজব ছড়াবেন না। নিয়ম মেনে চলুন। সাবধানে থাকুন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ