ওয়েব ডেস্কঃ রাস্তার জমা জল খুবই বিরক্তিকর। জনসাধারনের যাতায়াতে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে। তবে এবার এক রাজপথের জমা জল-ই হাসির রোল তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা যাচ্ছে রাস্তার জলে ভেসে যাচ্ছে দুটি হাঁড়ি। যেমন তেমন হাঁড়ি নয়, একবারে বিরিয়ানি বোঝাই হাঁড়ি। দেখুন সেই ভিডিও
হায়দরাবাদের আবিদা হোটেলের সামনে ধরা পড়েছে এই দৃশ্য। একটি বড় পাত্রের উপর আর একটি ছোট হাঁড়ি বসানো। তাতে কি আছে দেখা না গেলেও আন্দাজ করা যায় হায়দ্রাবাদি বিরিয়ানি ভর্তি আছে হাঁড়িতে।
ভাসমান এই বিরিয়ানি ঘিরে নেটিজেনদের হাসি-মজা চলছেই। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ভিডিও টি পোস্ট করে লিখেছেন, যিনি এই বিরিয়ানি অর্ডার করে পেলেন না, তিনি খুবই অখুশি হবেন। তাঁর উত্তরে এক নেটিজেন লিখছেন যার বাড়িতে এই হাড়ি পৌঁছবে তিনি খুবই খুশি হবেন। কেউ লিখেছেন, এটাই কি হোম ডেলিভারির আধুনিক রূপ? আবার কারও কথায় এটাই বিরিয়ানির ‘দ্য গ্রেট এসকেপ’ ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ