রূপা রায়ঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Nanerjee) উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ একটি বসে আঁকো প্রতিযোগিতার (Drawing Competetion) আয়োজন করেছে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৫ আগস্ট দুপুর ২ টো তে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দের নাম নথিভুক্ত করতে হবে কলকাতা তথ্যকেন্দ্রে, দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নথিভুক্তিকরণের শেষ দিন ১৩ই আগস্ট ২০২২। ছুটির বাদে যে কোন কাজের দিন নাম নথিভুক্ত করা যাবে। কলকাতা তথ্যকেন্দ্রের ঠিকানা – ১/১ আচার্য জগদীশচন্দ্র বসু রোড , কলকাতা-৭০০০২০, দুরভাষ: ২২২৩-৪২১৪ ২৪৫১
প্রতিযোগীদের দুটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম থেকে চতুর্থ শ্রেনী ‘ক’ বিভাগ এবং পঞ্চম থেকে সপ্তম শ্রেণী ‘খ’ বিভাগ। ‘ক’ বিভাগের জন্য কোন নির্দিষ্ট বিষয় নেই, তাদের আঁকতে হবে প্যাস্টেলে। ‘খ’ বিভাগের প্রতিযোগীদের বিষয় প্রতিযোগিতার সময় জানানো হবে, তাদের আঁকতে হবে জলরঙে।
এছাড়াও ক্ষুদে প্রতিযোগীদের জন্য বেশ কিছু নিয়মানলির কথা ও জানানো হয়েছে। যেমন-
১/ নাম নথিভুক্তির সময় বিদ্যালয়ের পরিচয়পত্র অথবা প্রধান শিক্ষক / শিক্ষিকার স্বাক্ষরিত পত্র জমা দিতে হবে।
২/ নাম নথিভুক্তির সময় কর্তৃপক্ষের তরফে একটি পরিচয়পত্র দেওয়া হবে।
৩/ পরিচয়পত্রে একটি স্ট্যাম্প সাইজের ছবি লাগাতে হবে।
৪/ কলকাতা তথ্যকেন্দ্র থেকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র প্রতিযোগিতার দিন সঙ্গে আনতে হবে।
৫/ প্রত্যেক প্রতিযোগীকে নিজস্ব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে আনতে হবে
৬/ ১৫ই আগস্ট ২০২২, দুপুর ১টার মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে কলকাতা তথ্যকেন্দ্রে উপস্থিত হতে হবে।
৭/ প্রতিযোগীদের কেবলমাত্র আঁকার কাগজ সরবরাহ করা হবে।
৮/ প্রতিযোগিতার ফলাফলের ক্ষেত্রে বিচারকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৯/ সকল প্রতিযোগীদের ১৫ই আগস্ট, ২০২২, বিকাল / সন্ধ্যায় পুরস্কৃত করা হবে।
১০/ কোভিড সতর্কতা অবশ্য পালনীয়।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ