সুদীপ ঘোষঃ চাই দেশ জুড়ে সবুজায়ন (Greening), সেই বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতেই শুরু সাইকেল যাত্রা। দু চোখে সবুজ পরিবেশে স্বপ্ন নিয়ে সাইকেলে করে কন্যাকুমারী (Kanyakumari) হয়ে লাদাখের(Ladakh) উদ্দ্যেশ্যে রওনা হলেন উত্তরবঙ্গের যুবক।
নাম পুস্পেন্দু বসু রায়, বয়স প্রায় ৩০, আর পেশা হল ব্যবসা। কিন্তু তার নেশা পরিবেশ বাঁচানো। জলপাইগুড়ির বানারহাটের গয়েরকাটার বাসিন্দা পুষ্পেন্দু এতো দিন পাড়ায়- গ্রামে বৃক্ষরোপণের কাজ ও মানুষের মধ্যে সচেতনতা প্রচার করেছেন। কিন্তু এবার দূষিত পরিবেশকে বাঁচাতে সবুজায়ন প্রচার দেশ জুড়ে ছড়িয়ে দিতে দু চাকার সাইকেলে পাড়ি দিলেন কন্যাকুমারী হয়ে লাদাখ।
মাথায় হেলমেট, চোখে চশমা, সাইকেলে সোলার প্লানেল, মোবাইল চার্জার আর ব্যাগ নিয়ে সাইকেলে প্যাডেল করে এগিয়ে চলেছেন লাদাখের হাতছানির দিকে। সাইকেলের সামনে প্ল্যাকার্ডে লেখা- “গো গ্রিন”। কখনও রোদে হাঁপিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন আবার কখনও বৃষ্টির মধ্যে রেনকোর্ট পরেই সাইকেলে এগিয়ে চলেছেন। যাত্রা পথে সাধারণ মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ জল-খাবার এগিয়ে দিচ্ছেন তো কেউ জমিয়ে গল্প করছেন। বিশ্রামের মাঝে গল্পের ছলে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী সবাইকে সবুজায়নের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন। আর সঙ্গে চলছে সেলফি নেওয়ার পালা।
মাত্র ৭৫ দিনের মধ্যেই দক্ষিণ ভারতের শেষ বিন্দু ছুঁয়ে উত্তর ভারতের লাদাখে পৌঁছানোর লক্ষ্য তার। পরিবেশ দূষণ ও রোগ ব্যাধির যুগে পরিবেশ বান্ধব সাইকেলে চড়ে তার এই পরিবেশ বাঁচানোর লড়াইকে সবাই কুর্নিশ করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার অভিনব উদ্যোগের ছবি ও ভিডিও।