ওয়েব ডেস্কঃ মন্ত্রী, মহাসচিব বা তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক হিসেবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এখন অতীত। প্রথম ইঙ্গিত টা পাওয়া গিয়েছিল দলীয় মুখপত্রে। মন্ত্রী বা মহাসচিব হিসেবে তাঁর নাম দলীয় মুখপত্রের কোথাও লেখা হচ্ছিল না।
তাহলে কি তাঁর পদ খোয়ানো শুধু সময়ের অপেক্ষা ? সেই ইঙ্গিতই বাস্তবায়ন হল বৃহস্পতিবার। প্রথমে মন্ত্রিত্ব তারপর দলীয় পদ থেকে অপসারিত করা হল তাঁকে। আজ দলীয় মুখপত্রে সম্পাদক হিসেবে পার্থ চট্টোপাধ্যায় এর নামের বদলে জ্বলজ্বল করছে সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Ray) এর নাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তৃণমূলের সমস্ত পদ থেকে অপসারন করা হয় পার্থ চট্টোপাধ্যায় কে। স্বাভাবিকভাবেই জনমানসে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে, পার্থ চট্টোপাধ্যায় এর অপসারনের পর দলীয় মুখপত্রের দায়িত্ব কে সামলাবে ? তার পরপরই সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হল এম পি সুখেন্দু শেখর রায় কে।
প্রসঙ্গত, ২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছিল ‘জাগো বাংলা’ (JagoBangla)। প্রথমে কয়েক মাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান। পরবর্তীকালে সম্পাদক হিসেবে পার্থ চট্টোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১ বছর হতে চলল সাপ্তাহিক পত্রিকা এখন দৈনিক পত্রিকায় পরিণত হয়েছে। দলের প্রবীণ সদস্যরা নিয়মিত কলম ধরবেন এমনটাই ঠিক হয়েছিল। সূত্রের খবর, ‘জাগো বাংলা’ দৈনিক হওয়ায় বেশ নস্ট্যালজিক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পতন ঘটল তাঁর পদমর্যাদার, এমনটাই মত বিশেষজ্ঞদের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ