ওয়েব ডেস্কঃ আজ ভারত বনাম ওয়েস্টইন্ডিজের ওয়ান ডে সিরিজ। ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। আনফিট থাকার কারণে নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা বিশ্রামে রয়েছেন। চলতি বছরে এই নিয়ে মোট ৭ জন ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন।
আরও পড়ুনঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
দক্ষিণ আফ্রিকা সফরে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়া, আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দায়িত্ব নেন ঋষভ পন্থ। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা।
না শুধু যে ভারতেই এমন ঘটনা ঘটেছে তা নয়। এর আগে জিম্বাবোয়ে ২০০১ সালে এক বছরে ৬ জন অধিনায়কের দায়িত্ব নিয়েছিল। ২০১১ তে ইংল্যান্ড আর আগের বছরই অস্ট্রেলিয়ার দলে ৬ জন অধিনায়ক হয়েছিল।
বেশিরভাগ ক্ষেত্রেই চোট বা আনফিট থাকার কারণে বার বার ক্যাপ্টেন্সির দায়িত্ব পরিবর্তন করতে হয়েছে।