ওয়েব ডেস্কঃ আজ সকাল ১১ টা থেকে দেশের প্রথম নাগরিক (PresidentialElection) নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দেশের প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি পদের জন্য লড়ছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ও যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সন্ধ্যের আগেই জানা যাবে কে হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।
পার্লামেন্টের সদস্যদের ব্যাল্ট পেপারের প্রথম দফার ভোটগণনা সম্পন্ন হয়েছে। মোট ৭৪৮ টি বৈধ ভোটের মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫৪০ টি এবং যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ টি ভোট।
প্রসঙ্গত, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯.১৮ শতাংশ ভোটার নিজেদের ভোট দিয়েছেন। এর মধ্যে ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পড়েছে ১০০ শতাংশ।