সুদীপ ঘোষঃ ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহেলির (Virat Kohli)। প্রায় এক বছর ধরে টানা ব্যর্থতা তার সঙ্গী। এবার তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের (Pakistan) বাবার আজম (Babar Azam)।
গতকালও লর্ডসে ইংল্যান্ডের বাঁহাতি পেসারদের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ২৪৬ রান তাড়া করতে গিয়ে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় দল। এ দিনও ব্যর্থ হন শচীনের উত্তরসূরি, মাত্র ১৩ রান করে ফিরতে হয় তাকে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের পরীক্ষার রেজাল্ট প্রকাশ
বিরাট কোহেলির দীর্ঘ অফ ফর্ম নিয়ে বিতর্ক চলছেই। বিশেষজ্ঞ মহলের এক অংশ তার টিমে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার ব্যর্থতা নিয়ে যখন বিভিন্ন মহলের বিভিন্ন মত শোনা যাচ্ছে তখন তার পাশে দাঁড়ালেন তারই এক সতীর্থ।
আরও পড়ুনঃ সবার জন্য বিনামূল্যে বুস্টার ডোজের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট টিমের অন্যতম সেরা সদস্য বাবার আজম এদিন তার পাশে দাঁড়িয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বিরাট কোহেলির সাথে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এই সময়টাও পেরিয়ে যাবে, নিজেকে শক্ত করো (This too shall pass. Stay strong)।”
বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার কোহেলির দুঃসময়ে তার পাশে আর এক সেরা ক্রিকেটার বাবার আজমের দাঁড়ানোর ঘটনায় প্রশংসা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়া জুড়ে। অনেকেই দুই চির প্রতিদ্বন্ধী দেশের দুই ক্রিকেটারের সুসম্পর্কের বিষয়টি জেন্টলম্যান গেম ক্রিকেটের সুন্দরতম রূপ হিসাবে দেখছেন।