সুদীপ ঘোষঃ দেশের হয়ে সোনার পদক জিতলেন বাংলার মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। কোরিয়াতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক শুটিং বিশ্বকাপের মঞ্চে (ISSF World Cup) নিজের দাপট দেখালেন হুগলির (Hoogly) মেয়ে।
আরও পড়ুনঃ বিভিন্ন সরকারি দপ্তরে কয়েক হাজার কর্মী নিয়োগ
দশ মিটার এয়ার রাইফেলস (10 Mtr Air Rifels) মিক্সড ডাবলসে সঙ্গী তুষার মানের (Tushar Mane) সাথে জুটি বেঁধে প্রতিপক্ষ হাঙ্গেরির (Hungary) জুটিকে ১৭-১৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতে নেন মেহুলি। তার এই সোনা জয়ে হুগলিতে এখন অকাল উৎসব । বিশ্ব মঞ্চে তার সাফল্যে গর্বিত সারা দেশ। সোনার মেয়ের সোনা জয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।