সুদীপ ঘোষঃ বর্ষার জলে ফুঁসছে নদী, আর জীবনের ঝুঁকি নিয়ে সেই নদী পার করে স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীরা। ঘটনাটি ওড়িশার গঞ্জাম(Oddisa’s Ganjam district) জেলার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভয়ংকর নদী পারাপারের ভিডিও।
গঞ্জাম জেলার বেহরামপুরের (Behrampur) পত্রাপুর ব্লকের মানুষের নদীর উপর ব্রিজের দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি। নদীর পাড়ে প্রায় ১৫ টি গ্রামের মানুষের বসবাস। প্রতিবছর বর্ষাকালে বন্যা দেখা দেয় নদীতে। তখন যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়েই নদীর দুই পাড়ে বাঁধা দড়ি ধরে জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় মানুষকে। স্কুলের বাচ্চাদেরও (School Students) মারাত্মক ঝুঁকির সামনে দিয়ে দড়ি ধরে নদী পেরিয়ে স্কুলে যেতে হয়।