রুপা রায়ঃ ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের (Twitter) ১০০% শেয়ার কেনার চুক্তি করেছিলেন টেসলার (Tesla) মালিক এলন মাস্ক (Elon Musk)। সেই চুক্তিই এবার তিনি বাতিল করতে চাইলেন।
গত ২৫শে এপ্রিল টুইটার কেনার জন্য চুক্তি করেন এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলার হিসেবে চুক্তিটি হয়েছিল। তিনি সেই সময় বলেছিলেন যে টুইটারে তিনি বিনিয়োগ করেছেন কারণ তিনি বিশ্বাস করেন বিশ্বজুড়ে বাক স্বাধীনতার অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করবে টুইটার। তাহলে কেন সরে এলেন মাস্ক?
তিনি জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করতে টুইটার ব্যর্থ হয়েছে। আর সেই জন্যই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত মাস্কের।
টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর (Bret Taylor) জানিয়েছেন যে চুক্তি ভঙ্গ করায় তারা আইনি ব্যবস্থা নেবেন।
সূত্রের খবর চুক্তি ভঙ্গের জন্য মাস্ককে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণও দিতে হতে পারে। তবে আদালতে টুইটারের ভুয়ো অ্যাকাউন্টের প্রমাণ দিতে পারলে জরিমানা থেকে বেঁচে যেতে পারেন মাস্ক, এমনটাই জানা যাচ্ছে।