সুদীপ ঘোষঃ এবার করোনা আক্রান্ত হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনের নিজের বাড়িতেই কোয়ারিন্টাইন আছেন তিনি। গত ১লা জুলাই প্রায় দুবছর পর দেশে ফেরেন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ।
দেশে ফিরে কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগদান করেন তারপর নিজের শান্তিনিকেতনের বাড়িতে ফিরে যান। গতকাল থেকে মৃদু উপসর্গ থাকায় টেস্ট করাতেই কোভিড পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই নিভৃতবাসে আছেন ভারতরত্ন অর্থনীতিবিদ। কোভিড পজিটিভ রিপোর্টের পরই বাতিল হয় তাঁর একাধিক অনুষ্ঠান। লন্ডন ফিরে যাওয়ার সিদ্ধান্ত -ও আপাতত স্থগিত।