ওয়েব ডেস্কঃ ফুটবল মাঠে রেফারির সিধান্ত নিয়ে বিতর্ক কোন নতুন কথা নয়, সে যত ব্ড় মাপের প্রতিযোগিতায় হোক না কেন। আর অনেক ক্ষেত্রেই এই বির্তকের বড় কারন হয়ে ওঠে অফ সাইড। এবার এই অফ সাইড ধরার প্রযুক্তিতেই ইতিহাস গড়তে চলেছে কাতার বিশ্বকাপ।
ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতে জানায় বিশ্বকাপের বল আল রিহলা তে লাগানো থাকবে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি র সেন্সর। স্টেডিয়ামের ছাদে বসান ১২ টি সেন্সর ক্যামেরা যা খেলোয়াড় দের বিভিন্ন নিখুঁত তথ্য পাঠাবে মাঠে উপস্থিত খেলা পরিচালক দের কাছে। যার ফলে রেফারি সহজেই সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। আডিডাস সহ অন্যান্য সংস্থাও এ ব্যপারে এগিয়ে এসেছে।
সিদ্ধান্ত নিখুঁত করতে আহ রিহলায় থাকবে আরেকটি ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট সেন্সর, যা প্রতি সেকেন্ডে ৫০০ তথ্য পাঠাবে VAR কক্ষে। সব মিলে ৭৫ সেকেন্ড এর বদলে মাত্র ২৫ সেকেন্ডেই জানানো যাবে অফ সাইডের সিধান্ত।
দর্শকদের জন্যও থাকছে চমক। এই পুরো প্রযুক্তি টি দেখান হবে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে।