সন্তু সামন্তঃ একটি ৩ বছরের পাকিস্তানি শিশুকে বি এস এফের পক্ষ থেকে তুলে দেওয়া হল পাক রেঞ্জারস এর হাতে। অসাবধানবশত বাচ্চাটি আন্তর্জাতিক বর্ডার ক্রস করে ভারতে চলে আসে –এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুনঃ
- কয়েক হাজার শূন্যপদে ১৮ টি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ
- ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে সাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এই সংস্থা গুলিতে আবেদন করুন
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যে ৭ টা বেজে ১৫ মিনিট। স্থান – ফিরোজপুর সেক্টর (Troops of 182 BN BSF)। বি এস এফ সূত্রে খবর, একটি ৩ বছরের পাকিস্তানি শিশু অসাবধানবশত আন্তর্জাতিক বর্ডার ক্রস করে ভারতের সীমানায় চলে আসে। বাচ্চাটি নিজের সম্পর্কে সেভাবে কিছু বলতে না পারায় বি এস এফ তাঁকে সেফ কাস্টডিতে রাখে। যেহেতু বাচ্চাটি অসাবধানবশত বর্ডার ক্রস করেছে তাই রাত ৯ টা বেজে ৪৫ মিনিটে খবর দেওয়া হয় পাক রেঞ্জারসে। তারপর বাচ্চাটিকে তুলে দেওয়া হয় পাক রেঞ্জারস এর হাতে।
অসাবধানবশত বর্ডার ক্রসিং এর ক্ষেত্রে মানবিকতাই প্রধান বিচার্য বিষয় এবং শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাচ্চাটিকে পাক রেঞ্জারস এর হাতে তুলে দেওয়া হল –এমনটাই সূত্রের খবর।