সৌমি ঘোষ: আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশে মানবপাচারের নজিরবিহীন ঘটনা । টেক্সাস শহরের সান আন্তোনিওতে সোমবার একটি মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে।
আরও পড়ুনঃ
- MAKAUT এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
- NIELIT তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির খবর
- ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ সরকারি দপ্তরে
সূত্রের খবর, সান আন্তেনিওতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভীতর থেকে প্রায় ৪৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়, এবং বাকি ১৬ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক চাকুরীজীবি প্রথম সাহায্যের জন্য আর্তনাদ শোনেন এবং তিনি প্রথম লক্ষ করেন ট্রাকের সামান্য খোলা অংশের মধ্যে মৃতদেহের স্তূপ। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে আটক করেছে। তিন জন সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও তিন অভিযুক্তের সাথে ঘটনাটি সরাসরি যুক্ত কিনা জানা যায় নি।
আরও পড়ুনঃ মানুষ থেকে হয়ে গেল কুকুর
পুলিশের অনুমান,ঐ যাত্রীদের মেক্সিকো থেকে আমেরিকায় জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেজন্য কোন ছিদ্রবিহীন এক ট্রাকে তাদের বন্দী করা হয়। সেসময় সান আন্তেনিওতে উষ্ণতা ছিল ৩৯.৪° সেন্টিগ্রেড, স্বাভাবিকভাবেই বাতাসের অভাবে গরমে চাপেই মৃত্যু ঘটেছে এতগুলি নিরীহ অধিবাসীর। তবে মৃতদের মধ্যে কোনো শিশু নেই। চার জন নাবালক সহ ১৪ জনবর্তমানে চিকিৎসাধীন। প্রত্যেকের শরীরে হিট স্ট্রোকের চিহ্ন রয়েছে। দমকলের একজন উদ্ধারকারী কর্মী জানিয়েছেন,” ট্রলারের ভিতর কোনো জলের চিহ্ন পর্যন্ত ছিল না। শ্বাসকষ্টে তেষ্টায় তারা মারা গেছেন।”
আইসিই মুখপাত্র জানিয়েছেন, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টটিগেশন বিভাগ এই ঘটনার জরুরি তদন্ত করবে। তবে মানব পাচারের এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।