সন্তু সামন্তঃ চাকরির পরীক্ষার লিখিত পরীক্ষায় পাশ করলেও অনেকেই ইন্টারভিউ ঠিকঠাক দিতে না পারায় অনেক সময় চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যায়। অনেকেই জানেন না কীভাবে ইন্টারভিউ দিতে হয়। ফলে মেধা থাকা স্বত্তেও ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ে যান।
আরও পড়ুনঃ
- একসাথে ৫ টি সংস্থায় চাকরির খোঁজ
- কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
- সিভিল সার্ভিস এর প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হল
- সবার জন্য চাকরির সুযোগ
- অগ্নিপথ স্কিমে ভারতীয় বায়ুসেনাতে নিয়োগ
আবার অনেক ক্ষেত্রেই আর্থিক সমস্যার কারণে অন্য কোনও প্রতিষ্ঠানে ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠেনা। ফলে প্রিলি ও পি টি পরীক্ষায় নিজের মেধায় পাশ করলেও ইন্টারভিউ তে কিছুটা ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
তাই, এবার পুলিশের পক্ষ থেকেই পরীক্ষার্থীদের জন্য মক ইন্টারভিউ সেশন আয়োজন করা হয়েছে। ইন্টারভিউর ঠিকঠাক প্রস্তুতিই যার মূল উদ্দেশ্য।
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল পরীক্ষার (২০২০ সালের) প্রিলি ও পি টি পরীক্ষায় যারা পাশ করেছেন তারা প্রমাণ সাপেক্ষে ‘মক ইন্টারভিউ’ সেশনের সুযোগ পাবেন।
ইচ্ছুক পরীক্ষার্থীরা প্রিলি পরীক্ষা পাশের প্রমাণ সহ সাদা কাগজে আবেদন করবেন পুরুলিয়া জেলা পুলিশের কন্ট্রোল রুমে। আবেদনের শেষ তারিখ ৩০/৬/২০২২।
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পুরুলিয়া জেলা পুলিশের এই সকল নম্বরে – ০৩২৫২ -২২৩২০৯/২২৩২১০, ৯০৮৩২৬৯৪৪৩, ৮১৪৫৫০০৭৩৪।