সন্তু সামন্তঃ কলকাতার পর এবার লন্ডনের নর্দমাতে পাওয়া গেল পোলিও ভাইরাস। সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, লন্ডনের নিকাশি নালায় টাইপ-২ পোলিও ভাইরাসের খোঁজ মিলেছে। ৮০র দশকের পর এই প্রথম লন্ডনে পোলিও ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও শিশুর আক্রান্ত হওয়ার খোঁজ মেলেনি।
আরও পড়ুনঃ
- কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
- সিভিল সার্ভিস এর প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হল
- সবার জন্য চাকরির সুযোগ
- অগ্নিপথ স্কিমে ভারতীয় বায়ুসেনাতে নিয়োগ
- WBCS প্রিলির আনসার কি প্রকাশ করল পি এস সি
মূলত ৫ বছরের নীচের বাচ্চাদের পোলিও তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই ৫ বছরের নীচের যে সমস্ত বাচ্চাদের পোলিও টিকাকরন হয়নি তাদের দ্রুত টিকাকরনের ব্যবস্থা করছে লন্ডনের ন্যশানাল হেলথ সার্ভিস দপ্তর।
বেশ কিছু বছর আগেও পোলিও ভাইরাস সারা বিশ্বেই মাথাব্যথার কারণ ছিল। ১৯৮৮ সালে পোলিও ভাইরাস সারা বিশ্বে মহামারীর আকার ধারন করেছিল। পোলিও আক্রান্ত হলে প্যারালিসিস বা শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে নিয়মিত টিকাকরনের ফলে ভারত সহ বিশ্বের অনেক দেশেই পোলিওর মহামারী রোধ করা গেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করে। কিন্তু কিছুদিন আগে কলকাতার মেটিয়াবুরুজ এলাকার নর্দমার জলে পোলিও ভাইরাসের খোঁজ মেলে। কপালে চিন্তার ভাঁজ পড়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। তার পরপরই ৫ বছরের নীচের যে সমস্ত বাচ্চাদের পোলিও টিকাকরন হয়নি তাদের দ্রুত টিকাকরনের ব্যবস্থায় তৎপর হয় রাজ্য প্রশাসন।