ওয়েব ডেস্কঃ কিডনিজনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক তরুন মজুমদার। ৯২ বছর বয়সী পরিচালককে এস এস কে এমের আই সি ইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক এর কমিটি ।
আরও পড়ুনঃ
- মাধ্যমিক যোগ্যতায় স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ
- Breaking News: ৭০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- ICDS পরীক্ষার ফল প্রকাশ, দেখুন ৮১২৬ জন এর সম্পূর্ণ তালিকা
- একসাথে ৫ টি সংস্থার কাজের খোঁজ
- অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনা
প্রসঙ্গত তরুন মুজুমদারের পরিচালনায় হাতেখড়ি হয় ‘যাত্রিক’ এর হাত ধরে। ১৯৬৩ সালে একক পরিচালনার দায়িত্বভার নেন। তাঁর পরিচালিত ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’ ‘ঠগিনী’, ‘পলাতক’, ‘কাচের স্বর্গ’এর মত সিনেমাগুলি আজও বাংলা সিনেমার কালজয়ী সিনেমাগুলির অন্যতম হিসেবে বিবেচিত হয়।
পরিচালনার কাজ থেকে বেশ কয়েক বছর ছুটি নিয়েছিলেন তিনি। তবে তাঁর শারীরিক সক্রিয়তা, চিন্তন শৈলী নতুন প্রজন্মকে এখনও শক্তি যোগায়। অনিক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ সিনেমাটিও সম্প্রতি তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলেন। বর্ষীয়ান পরিচালকের হঠাৎ অসুস্থতার খবরে শিল্প জগতের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।