অগ্নিবীরদের ২৫% স্থায়ী নিয়োগ পেলেও বাকি ৭৫% সেনার ভবিষ্যৎ কী এই প্রসঙ্গে বিদ্রোহ তুঙ্গে। আর এই নিয়ে বিক্ষোভের জেরে একের পর এক দেশীয় সম্পদকে ক্ষতির মুখে পরতে হয়েছে। কেন্দ্রের সুর কিছুটা নরম হলেও সুরাহার কোন পথ বের হচ্ছিল না। আর তারপরই শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার পোস্ট যেন বিদ্রোহের আগুন নেভাতেই এগিয়ে এল।
মাহিন্দ্রা গ্রুপের সর্বোচ্চ পদাধিকারী শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ট্যুইট করে জানালেন, “অগ্নিপথ নিয়ে আশেপাশের হওয়া ঘটনায় আমি খুবই দুঃখিত। গত বছর যখন এই স্কিমটি নিয়ে যখন কথা হয়, আমি তখনই বলেছিলাম, এখন আবারও বলছি, এই স্কিমটি অগ্নিবীরদের নিয়মানুবর্তিতা এবং দক্ষতা শিখিয়ে, তাঁদের বিশিষ্টভাবে নিয়োগযোগ্য করে তুলবে। মাহিন্দ্রা গ্রুপ এই ধরনের বিশেষ প্রশিক্ষিত, যোগ্য তরুণ সেনাদের নিয়োগের সুযোগকে দেবে।তাদেরকে স্বাগত জানাই ।”
আরও পড়ুনঃ
- অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনা
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বি.এসসি কোর্সে ভর্তি
- সুপ্রিম কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- সরকারি দপ্তর গুলিতে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ
মাহিন্দ্রা গ্রুপের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কেন্দ্র সরকার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন দেশের তরুণ প্রজন্মকে যদি উজ্জীবিত করা যায়, এবং পরবর্তীকালে অন্তত আইটি ও ইন্ড্রাস্ট্রিতে যদি কাজের সম্ভাবনা তৈরি করা যায়, তবে বেকারত্বের জ্বালা কিছুটা কমবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাঁর বক্তব্যে জানিয়েছেন “দেশের নাগরিকদের মঙ্গলের জন্যই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু, সেখানেও বেশিরভাগ রাজনীতির রং লাগিয়ে আসল উদ্দেশ্য পূরণ হতে দেওয়া হয় না।” তবে এর মধ্যেই প্রস্তাবনায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। বিদ্রোহে মলম লাগাতে আর কোন কোন শিল্পপতি সাহারা হয়ে ওঠেন সেটার অপেক্ষা করছে গোটা দেশ।