সৌমি ঘোষঃ কেন্দ্রের ‘অগ্নিপথ’ সেনা নিয়োগ প্রকল্পের বিরোধীতায় উত্তাল গোটা দেশ। রেহাই পায়নি বাংলাও। বিক্ষোভের চাপে অবশেষে সমাধানের পথে হাঁটল কেন্দ্র সরকার। প্রকল্পে যোগ হল আরও সুযোগ সুবিধা।
আরও পড়ুনঃ
- সরকারি দপ্তর গুলিতে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ
- যোগ্যতা থাকলেই কাজের সুযোগ
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
নোট বন্দী, নাগরিকত্ব আইন, কৃষি বিলের প্রবল বিরোধিতার ছাপই দেখা যাচ্ছে আবার। স্টেশন, রাস্তা, অফিসঘর, যানবাহন চারিদিকে অগ্নিসংযোগ করা বিক্ষুব্ধ জনতার রাশ টানতে নামানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বাতিল করা হয়েছে অনেক ট্রেনও।
অগ্নিপথ প্রকল্পে আবেদনের বয়স এই বছরের জন্য ২১ এর পরিবর্তে ২৩ করা হয়েছে আগেই। এবার বিদ্রোহের আগুন নেভাতে আধা সামরিক বাহিনী এবং অসম রাইফেলসের অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হল। স্বরাষ্ট্র মন্ত্রক একটি ট্যুইটের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
অন্য একটি ট্যুইটে, স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়োগকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার ঘোষণাও করেছিলেন। অসম রাইফেলসে নিয়োগ হতে ইচ্ছুক অগ্নিবীরদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় ঘোষণা করা হয়েছিল। পরে প্রথম ব্যাচের জন্য, বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে দিয়ে পাঁচ বছর করা হবে জানানো হয়।
প্রসঙ্গত অগ্নিবীর’ নামে সেনাকর্মীরা চার বছরের জন্য চুক্তিবদ্ধ থাকবেন। মাসিক মূল বেতন হবে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা। এছাড়া দূর্ঘটনাজনিত সাহায্য সহ, একগুচ্ছ আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হবে অগ্নিপথ স্কিমে। স্থল- জল-বায়ু সেনা এই তিন বিভাগে মোট ৪৬,০০০ সেনা নিয়োগ করার কথা কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এছাড়া এই ‘অগ্নিবীর’ পদবী তাঁরা বহন করতে পারবেন আজীবন।