বরুণ মুখোপাধ্যায়ঃ কোভিড পরিস্থিতি কাটিয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিদ্যালয় খুললেও নেওয়া হয়নি পরীক্ষা। গরমের ছুটির পর স্কুল খুলবে ২৭ জুন। তারপরেই নেওয়া হবে প্রথম পর্যায়কালীন মূল্যায়ন।
আরও পড়ুনঃ
- যোগ্যতা থাকলেই কাজের সুযোগ
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
১৭ জুন এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভাল্যুয়েশনের পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হয়। সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে যে প্রথম সামেটিভ মূল্যায়ন ২৮ জুন থেকে ৬ জুলাই এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কার্যকর করতে হবে।
সেইসঙ্গে প্রত্যেক বিদ্যালয়কে বিষয়ভিত্তিক প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রশ্নপত্রের উপরে থাকতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নাম। প্রশ্নপত্র তৈরির সময় পড়ুয়াদের ‘কাম্য শিখন সামর্থ্য’ বা এক্সপেক্টেড লার্নিং আউটকাম-এর বিষয়টি মাথায় রাখার কথা বিশেষভাবে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চট্টোপাধ্যায় সেই বিজ্ঞপ্তিতে চলতি শিক্ষাবর্ষের সামেটিভ মূল্যায়নের সময়সূচি প্রকাশ করেছেন। জানা গেছে দ্বিতীয় মূল্যায়নটি হবে ২৯ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে এবং তৃতীয় তথা চূড়ান্ত মূল্যায়নটি হবে ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে। দশম শ্রেণির মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে কার্যকর করার কথা বলা হয়েছে।