সৌমি ঘোষঃ আর কয়েক ঘণ্টা পরেই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে ১৭ জুন, শুক্রবার ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হবে। বিকাল ৪ টে থেকে অনলাইনে ফলাফল জানা যাবে।
আরও পড়ুনঃ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
- অগ্নিপথ স্কিমে কয়েক হাজার সেনা কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
চলতি বছর ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়। এবছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১লক্ষ ২ হাজারের কাছাকাছি। এই প্রকাশিত ফলের ভিত্তিতেই রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
আজ বিকাল ৪ টে থেকে www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে অনলাইনে ফলাফল দেখা যাবে এবং ‘Rank Card’ সংগ্রহ করা যাবে। ছাত্র-ছাত্রীরা অবশ্যই রেজাল্ট দেখার সময় নিজের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখবেন।