ওয়েব ডেস্কঃ এবার মাথায় নতুন পালক জুড়তে চলেছে বলিউড ডিভা মালাইকার। তিনি পুষ্টি বা বলা যেতে পারে ডায়েট নিয়ে বই প্রকাশ করতে চলেছেন।
আরও পড়ুনঃ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
- অগ্নিপথ স্কিমে কয়েক হাজার সেনা কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- BSF এ সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ
এমনিতেই ফিটনেস ডিভা হিসেবে টিনসেল টাউনে তার খ্যাতি রয়েছে। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায় মালাইকার সকাল শুরু হয় হালকা গরম জলে পাতিলেবুর রস দিয়ে। জিম, যোগাসন এগুলি তো রয়েছেই। পাশাপাশি পুষ্টিকর খাবার খান।
আরও পড়ুনঃ মানুষ থেকে হয়ে গেল কুকুর
মালাইকার মতে, শুধুমাত্র কোনও একটা জিনিস মেনে চললে হবে না, সুস্বাস্থ্য বজায় রাখতে হলে সব দিকটাই ঠিকঠাক ভাবে ব্যালেন্স করতে হবে। তিনি তার বইতে ঠিক কি পরামর্শ দেন সেই অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তকুল।
প্রসঙ্গত, বর্তমানে তিনি রিয়ালিটি শো ‘Indian Best Dancer’ এর বিচারক হিসেবে কাজ করছেন।