সন্তু সামন্তঃ আগামী দেড় বছরের মধ্যেই কেন্দ্রের বিভিন্ন দপ্তরে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে, এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এই নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রীর অফিস থেকে আজ টুইট করে জানানো হয়, কেন্দ্রের সব দপ্তর ও মন্ত্রকের কর্মীসংখ্যা খতিয়ে দেখার পর প্রধানমন্ত্রী নিজেই এই নিয়োগের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- ন্যাশানাল কেরিয়ার সার্ভিসে ইয়ং প্রফেশনাল নিয়োগ
- ক্লার্কশিপে ৩০৪ জন এর তালিকা প্রকাশ করল পি এস সি
- আপাতত পরীক্ষা স্থগিত রাখল কমিশন
- সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে এমনিতেই ঘরে বাইরে বেশ চাপে রয়েছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় আপাতত অনেকটাই স্বস্তির হাওয়া দেবে বিজেপির কর্মীদের – এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
তবে বিরোধীরা এই ঘোষণা কতটা বাস্তবায়ন হয় তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন।