প্রিয়াঙ্কা মোদকঃ এক ওষুধেই ক্যান্সার ভ্যানিশ। হ্যাঁ ঠিকই শুনেছেন, নিউইয়র্ক টাইমস দাবি করেছে মেমোরিয়াল স্লোয়ান কেটটারিং ক্যান্সার সেন্টার নামক একটি ইনস্টিটিউট ১৮ জন ক্যান্সার রোগী কে নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়াল করেছিল, যেখানে প্রায় ছয় মাসের মধ্যে ক্যান্সার-টিউমার অদৃশ্য হয়ে গেছে।
ওই সংস্থার দাবি ডোস্টারলিমাব নামক একটি ড্রাগ প্রয়োগ করেছিল পরীক্ষা করার জন্য যার পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক ফলাফল পাওয়া গেছে।
আরও পড়ুনঃ
- ইন্দো – টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ
- এবার চাকরি পাবেন আপনিও
- এয়ার ইন্ডিয়া তে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ
- কনস্টেবল পোস্টে শূন্যপদ বেড়ে হল ২২৬৬, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন আজই
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
তারা আরো বলেন এই ড্রাগটি প্রতি তিন সপ্তাহ অন্তর ৬ মাস ধরে প্রয়োগ করেছিলেন তাঁরা। তবে ঐ পেশেন্টরা ছিল একই রকম ক্যান্সার স্টেজ এর মধ্যে। এবং এদেরকে আলাদা করে কোনো কেমোথেরাপি ও কোনরকম সার্জারি করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে এই ড্রাগ যা কিনা পরীক্ষাগারে তৈরি করা হয়েছে এবং এটি মানুষের দেহে অ্যান্টি বডির কাজ করছে। তবে এটি একটি ছোট্ট পরীক্ষা। এখানে আরো গবেষণার সাথে সাথে বড় পরীক্ষা করা বাকি আছে। এই পরীক্ষায় সফল হলে কোটি কোটি ক্যান্সার পেশেন্ট খুব সহজেই সুস্থ হয়ে উঠবেন।
Source: ANI