সৌমি ঘোষঃ এবার কলকাতাবাসীর জন্য নতুন চমক। বিমানের মধ্যেই গড়ে উঠেছে আস্ত একটি মিউজিয়াম।
বিশাখাপত্তনমের পর এবার কলকাতায় চালু হতে চলেছে দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের উদ্বোধন করেন। চলতি মাসেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মিউজিয়ামটি। “TU142” নৌবাহিনীর এই বিশেষ বিমানটি ৩০ বছর ধরে ভারতের রক্ষণাবেক্ষণ করেছে। টানা ১৬ ঘন্টা ওড়ার ক্ষমতাসম্পন্ন বিমানটির জন্মভূমি কিন্তু রাশিয়া।
আরও পড়ুনঃ
- এবার চাকরি পাবেন আপনিও
- এয়ার ইন্ডিয়া তে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ
- কনস্টেবল পোস্টে শূন্যপদ বেড়ে হল ২২৬৬, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন আজই
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
তবে এবার দেশের জন্য উৎসর্গীকৃত এই বিমানটি নতুন সাজে মানুষকে আনন্দ দান করবে। ২০১৯ সালে জানুয়ারি মাসেই মিউজিয়াম তৈরির পরিকল্পনা হয়। সেইমতো ২০২০ সালে বিমান টিকে আনা হয়।
কী থাকবে এই মিউজিয়ামে?
বিমানের ভিতর থাকবে বিভিন্ন সরঞ্জাম, যুদ্ধে ব্যবহৃত বেশ কিছু অস্ত্রের মডেল। এছাড়া থাকবে নৌবাহিনীর কর্মকাণ্ডের নানারকম রোমাঞ্চকর ডেমো। শত্রুর আক্রমণ প্রতিহত করতে কেমন করে দেশের সুরক্ষা তৈরি হয় তা জানার সুযোগ। নতুন প্রজন্মের মধ্যে এই মিউজিয়াম যে আগ্রহ তৈরি করতে পারবে তা বলাই বাহুল্য।