সৌমি ঘোষঃ নজরুল মঞ্চে গান গাইছেন কেকে, করতালিতে ভরে যাচ্ছে সমগ্র হল -এই অসম্ভব দৃশ্য কে শেষ বারের জন্য সম্ভব করে তুলতে চলেছেন উল্টোডাঙার এক দুর্গাপূজো কমিটি। কেকে’র শেষদিনের ছবিটাকে আজীবন স্মরণীয় করে রাখতেই তাদের উদ্যোগ।
“এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান” শিল্পী তার কাজের মাধ্যমে অমর হয়ে থাকেন। কলকাতায় গান গাইতে আসা এই মুম্বাই খ্যাত গুণী শিল্পী কেকে’র জীবনদ্বীপ নিভে যায় গত ৩১ মে। কেকের গানের মধ্যেই ছিল সেই নির্মম সত্য ‘জিন্দেগি দো পল কি’। সেদিন রাতেও তিনি নজরুল মঞ্চে কুড়িটির বেশি গান গেয়ে আনন্দ দিয়েছেন বাংলার মানুষকে। একজন প্রকৃত জীবন-শিল্পীর মতো মৃত্যুর আগে অবধি মঞ্চ ছাড়েননি।
আরও পড়ুনঃ
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
এবারের উল্টোডাঙা কবিরাজ বাগানের দুর্গাপূজার থিম ‘কেকে’। নজরুল মঞ্চের আদলে গড়ে তোলা হবে দূর্গা মন্ডপ। সেখানে গান গাইতে দেখা যাবে কেকে-র মূর্তিকে। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান বাজবে মন্ডপ ঘিরে। এছাড়াও মণ্ডপের এল ইডি স্ক্রিনে দেখানো হবে নজরুল মঞ্চে কেকে’র শেষ স্টেজ পারফরম্যান্স।
কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা কবিরাজ বাগান শারোদৎসবের কমিটির প্রধান অমল চক্রবর্তী জানিয়েছেন, তিনি ৩১ মে-র অনুষ্ঠানে আমন্ত্রিত থাকা সত্বেও উপস্থিত থাকতে পারেননি তারপরই কেকে’র এমন পরিণতির খবর পান। প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানাতেই তাঁরা কেকে-কে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, এবার কবিরাজ বাগান শারদোৎসবের দুর্গা প্রতিমা তৈরি করবেন শিল্পী মন্টি পাল। আগামী ১ জুলাই রথের দিন হবে পুজো কমিটির খুঁটি পুজো। মঞ্চে থাকছে কেকে কে ঘিরে থাকা আরো অন্যান্য চমক। মহান সঙ্গীতশিল্পীকে বাংলার মানুষের শ্রদ্ধার্ঘ্যের এই অভিনব উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন অনেকে।