বরুণ মুখোপাধ্যায়ঃ সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ায় এবং ডিজিট্যাল নিউজ় চ্যানেলে রেল যাত্রার সময় যাত্রীদের মালপত্র(লাগেজ)-এর ভাড়া বৃদ্ধির খবর প্রকাশিত হয়েছে। স্বভাবতই এই নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এরই প্রেক্ষিতে গতকাল ৬ জুন, ভারতীয় রেল মন্ত্রক এক টুইট বার্তায় স্পষ্ট জানিয়েছে যে মালপত্রের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত খবরটি সর্বতোভাবে মিথ্যা। এই সম্পর্কে ভারতীয় রেলের পক্ষে কোনোরকম সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। এছাড়া বর্তমানে যে নিয়ম চলছে সেটাই ১০ বছরেরও বেশি সময় ধরে বলবৎ আছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
- মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মমুখী কোর্স করে প্লেসমেন্টের সুযোগ !
আগের মতোই এখনও আসন অনুযায়ী যাত্রীপিছু ৩৫ কেজি থেকে ৭০ কেজি ওজনের মালপত্র নিয়ে নিঃশুল্কে ট্রেনে যাত্রা করা যাবে। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ৩৫ কেজি, স্লিপার ক্লাসে ৪০ কেজি, প্রথম শ্রেণির এসিতে ৭০ কেজি পর্যন্ত ওজনের মালপত্রে কোনও চার্জ লাগবে না বলেই জানানো হয়েছে। নীচে সম্পূর্ণ তালিকাটি দেওয়া হল—
প্রসঙ্গত, গত ২৯ মে, রেলমন্ত্রকের দ্বারা প্রকাশিত এক টুইটকে কেন্দ্র করেই এই জল্পনা শুরু হয় বলে মনে করা হচ্ছে। সেখানে বলা হয়েছে— যদি মালপত্র থাকে বেশি তাহলে ভ্রমণের আনন্দ কমে যেতে পারে। তাই বেশি মালপত্র নিয়ে ভ্রমণ করবেন না। প্রয়োজনে পার্সেল অফিসে গিয়ে লাগেজ বুক করুন।
এই খবরে যেন বিভ্রান্তি না-ছড়ায় তাই তড়িঘড়ি রেল মন্ত্রকের পক্ষ থেকে পুনরায় টুইট করে ভাড়া না-বাড়ানোর বিষয়টি স্পষ্ট করা হয়েছে।