সৌমি ঘোষ: মাধ্যমিকের ফলাফল বেরোতেই যখন প্রথম দশের তালিকা নিয়ে মাতামাতি সারা বাংলায়, তখন পায়ে লিখেই ৯০% নম্বর পেয়ে সকলের মাঝে আলাদা স্থান করে নিলেন মুর্শিদাবাদের ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে মাধ্যমিকে ৬২৫ পেয়ে নজির গড়লেন আলম।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা গ্রামের গণপতি আদর্শ বিদ্যাপতি স্কুলের প্রথম স্থানাধিকারী মহম্মদ আলম রহমান জন্ম থেকেই বিশেষ ভাবে সক্ষম। শারীরিক ভাবে সে অত্যন্ত দুর্বল ও স্নায়ু রোগাক্রান্ত ফলে হাঁটা চলা স্নান এমনকি খাওয়ার কাজটিও সে নিজে করতে পারে না। কিন্তু তার মানসিক দৃঢ়তার কাছে হার মানে সকল বাধা। প্রখর মেধা সম্পন্ন আলম গনিতে ৯৮, ইংরেজিতে ৮৬, বাংলায় ৯১, ভৌত বিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫ পেয়েছে।
আরও পড়ুন –
- ইলেভেনে ভর্তির ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম
- মাধ্যমিক পাশদের এটাই চাকরি পাওয়ার সেরা সুযোগ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
- একসাথে ৫ টি সংস্থায় কাজের খবর
- জেলা আদালতে কর্মী নিয়োগ
ফলাফল বেরোনোর পর তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভীড় করেছে প্রতিবেশীসহ প্রশাসনের আধিকারিকরাও। মুদি দোকান ব্যবসায়ী বাবার আর্থিক সামর্থ্য খুব বেশি নয়, সাথে রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা তবুও আলমের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার। তাঁর অদম্য জেদ তাকে মাধ্যমিকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে কিন্তু স্বপ্ন পূরণের পথে বাকি সফর তাকে লড়াই চালিয়ে যেতে হবে। মহম্মদ আলমের মতো যোদ্ধারা জিতে যাওয়ার মন্ত্র শেখায়, তাই তাঁর স্বপ্নের উড়ান যেন থেমে না যায়।