বরুণ মুখোপাধ্যায়: না-ফেরার দেশে চিরতরে চলে গেলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সন্তুর বাদক পণ্ডিত ভজন সপোরি। ২ মে, বৃহস্পতিবার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতীয় সংগীত জগতে।
আরও পড়ুন –
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- আই ডি বি আই ব্যাঙ্কে ১৫৪৪ জন কর্মী নিয়োগ
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
‘সন্তুর-সাধু ও তারের রাজা’—নামে খ্যাত সন্তুর বাদক পণ্ডিত ভজন লাল সপোরি ছিলেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব। ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে তাঁর অবদান অনেকখানি। ২০০৪ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সূত্র মারফত জানা গেছে যে, তিনি কোলন ক্যানসারের কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। স্ত্রী ও দুই পুত্রকে রেখে যাওয়া তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতবর্ষের বহু বিশিষ্টজন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে টুইটারে শোকবার্তা জানিয়েছেন।
কিংবদন্তি সন্তুরবাদক পন্ডিত শিবকুমার শর্মার মৃত্যুর পর একমাসও কাটেনি। আরও এক রত্নকে হারাল ভারতীয় ধ্রুপদী সংগীতের শ্রোতারা।