সৌমি ঘোষঃ আচমকা নতুন অতিথিকে দেখে স্টেশন মাস্টার তো আতঙ্কে জড়োসড়ো ! কী করবেন ভেবে পাচ্ছেন না। সিগন্যাল যন্ত্রের ওপর ফনা তুলে সে নজরে রাখছে সবার কান্ড কারখানা। ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আঁতকে উঠছেন নেটনাগরিকরাও।
আরও পড়ুন –
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
প্যানেল রুমের মধ্যে ৬ ফুটের গোখরোর হানা। রাজস্থানের কোটা জেলার রাবতা রোড স্টেশনে ঘটেছে এই ঘটনা।
দীর্ঘ ছয় ফুটের লতানো চেহারার সরীসৃপটির অবশ্য “কুছ পরোয়া নেহি”। তিনি কিন্তু ছিলেন বেশ খোশমেজাজে। তাই কাউকে বিশেষ বিরক্ত না করেই ধীরে ধীরে বেরিয়ে গেলেন প্যানেল রুম থেকে। এই ছবি দেখে ভয় কাটিয়েও অনেকে করেছেন নানা রসিকতা।
কেউ মিঠুন চক্রবর্তীর ছবি দিয়ে ‘জাত গোখরো’র সাথে তুলনা করেছেন। কেউ বলেছেন, “সাপটিও রেল পরিচালনার দায়িত্বে রয়েছে! “, কেউ বলেছেন, ” স্টেশন মাস্টারের কাজ পরিদর্শনে এসছে সাপটি।” অনেকে আবার স্টেশন মাস্টারের জন্য দুশ্চিন্তা করেছেন। তবে রেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে সেখানে সকলেই নিরাপদে আছেন।
কোটা ডিভিশনের রেল কতৃপক্ষের তরফে আরো বলা হয়েছে, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো বাধা পরেনি।