ওয়েব ডেস্কঃ এবার রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হতে পারেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই মর্মে আনা প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গে যত সরকারি বিশ্ববিদ্যালয় আছে সেগুলির আচার্য যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন তার জন্য বিধানসভায় বিল ও আসতে চলেছে, এমনটাই সূত্রের খবর।
বিভিন্ন কারণে রাজ্য সরকার এবং রাজ্যপালের সঙ্ঘাত নতুন নয়। উপাচার্য নিয়োগ, উপাচার্যদের নিয়ে বৈঠক সহ শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের নজির রয়েছে ।
আচার্য হিসেবে রাজ্যপালকে সরানোর ভাবনা চিন্তা অনেকদিন আগেই শুরু হয়েছিল। এবার হয়ত সরকারিভাবে সিলমোহর পড়ার অপেক্ষায়। তবে এই নিয়ে রাজ্যপালের পক্ষ থেকে কোনও বার্তা টুইট মাধ্যমে আসে কিনা সেটাই এখন দেখার।