অঋনদম সরকারঃ বিধানসভা নির্বাচনের একবছর আগে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব । পার্টির সিদ্ধান্তেই পদত্যাগ বিপ্লব দেবের ।
২০২৩ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবেই কি এই সিদ্ধান্ত ? রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ।
সরকার বনাম দলের দ্বন্দ্বেই কি তাহলে পদ ছাড়তে হল বিপ্লব দেবকে ? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতেই কি তাহলে সরতে হচ্ছে বিপ্লব দেবকে ? নাকি এর পিছনে আছে অন্য রাজনৈতিক সমীকরণ ? প্রশ্ন উঠছে ? প্রশ্ন উঠছে কে হবেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী ! দৌড়ে এগিয়ে কারা ? আদি বনাম নব্য বনাম পরিযায়ী বিজেপির এই লড়াইয়ে কোথাও গিয়ে কি শিকে ছিঁড়বে তৃণমূলের ! প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।