বরুণ মুখোপাধ্যায়: ভয়াবহ অগ্নিকাণ্ডের বলি হল ২৭টি তরতাজা প্রাণ, আহত অনেক। ঘটনাটি ঘটেছে ১৩ মে, শুক্রবার পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশন লাগোয়া একটি চারতলা বাড়িতে।
সূত্র মারফত জানা গেছে যে শুক্রবার বিকাল ৪:০০ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই বহুতলে একটি মাত্র সিঁড়ি থাকায় প্রাণহানির সংখ্যাও হয় বেশি। পুলিশ, প্রশাসন ও স্থানীয় মানুষের সহায়তায় কমবেশি ৫০ জনকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি অনেককেই।
আরও পড়ুন –
- ৫ টি কোম্পানি তে কাজের সুযোগ
- ব্রেকিং নিউজঃ পোস্ট অফিসে ৩৯ হাজার কর্মী নিয়োগ
- পুলিশ হাউজিং-এ কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
- আসাম রাইফেলস-এ মোট ১৩৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ
ডিসিপি(আউটার ডিস্ট্রিক্ট) সমীর শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতের সংখ্যা ১২জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। ইতিমধ্যে স্থানীয় থানায় ৪০ জন নিখোঁজ ব্যক্তির নামের তালিকা জমা দেওয়া হয়েছে। সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
আরও জানা গেছে যে ২৭জন মৃতদেহের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের দেহ সনাক্তকরণ করা সম্ভব হয়েছে। দমকল-সহ ঘটনাস্থল পরিদর্শন করছেন দিল্লি পুলিশের একাধিক আধিকারিক। ডিএনএ নমুনা পরীক্ষা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল।
এই ঘটনায় টুইট-বার্তায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ দেশের একাধিক বিশিষ্টজন। প্রধানমন্ত্রী তাঁর পিএমএনআরএফ তহবিল থেকে মৃত ব্যক্তিদের পরিবারবর্গকে এককালীন দু’লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন।
উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিহত ও আহতদের পরিবারবর্গকে যথাক্রমে দশ লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।