ইন্দ্রাণী লাহাঃ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স-এর প্রথম হরর ফিল্ম এল ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ-এর হাত ধরে। ৬ই মে কিংবদন্তি হরর ফিল্ম পরিচালক শাম রাইনি নিয়ে এলেন মার্ভেলের ২৮ তম ফিল্ম ” ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস”, ২০১৬ সালের ডক্টর স্ট্রেঞ্জ-এর পরবর্তী পর্যায়।
” স্পাইডারম্যান নো ওয়ে হোম” সিনেমায় পিটার পার্কারকে সাহায্য করতে গিয়ে মাল্টিভার্সের তৈরি হওয়া গন্ডগোলের সমাধানে আসছেন এবারে ডক্টর স্ট্রেঞ্জ।
স্বপ্ন বাস্তবে টানাপোড়েন, বিভিন্ন ইউনিভার্সে ঘটে যাওয়া নানা ঘটনা, কালা জাদু, প্রতিশোধ-এইসব নিয়েই তৈরি মাল্টিভার্স অফ ম্যাডনেস।
আমেরিকা চাভেজ এবং ডক্টর স্ট্রেঞ্জ-এর “বুক অফ ভিসান্তি” খুঁজে পাওয়া ও সেখানে ভয়ঙ্কর দৈত্যের আক্রমণের গল্প নিয়ে শুরু হয় এই সিনেমা।
ওয়ান্ডার ছেলেদের খুঁজে পাওয়ার জন্য ছল কৌশল, আর্থ-৮৩৮-এ বিরোধ, বিভিন্ন ইউনিভার্সে একাধিক ডক্টর স্ট্রেঞ্জ, ওয়ান্ডার নিজের ভুল বুঝতে পেরে ডার্ক হোল্ড এবং বুক অফ ভিসান্তির অন্ত ঘটানো , এবং ডক্টর স্ট্রেঞ্জ-এর শেষ পরিণতি দর্শকদের মনে রহস্যের সৃষ্টি করেছে।
সিনেমায় Benedict Cumberbatch, Elizabeth Olsen সহ পারদর্শী অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় এবং অনবদ্য গ্রাফিক্স ফিল্মকে যেন জীবন্ত করে তুলেছে। কলকাতা সহ নানা জায়গার সিনেমা হলগুলি ভোর ছটায়ও হাউসফুল ডক্টর স্ট্রেঞ্জ-এর আকর্ষণে।
এই সিনেমা প্রসঙ্গে PTI-এর সাথে সাক্ষাৎকারে যখন বেনেডিক্ট কে জিজ্ঞেস করা হয় যে MCU-তে যদি কোন বলিউড অভিনেতা সাথে কাজ করতে বলা হয় তবে তিনি কাকে বেশি পছন্দ করবেন সুপার হিরো হিসেবে- রা ওয়ানের শাহরুখ খান নাকি কৃষের হৃত্বিক রোশন ; তিনি নির্দ্বিধায় বলেন- ” খান ইজ গ্রেট”।