সুদীপ ঘোষঃ বয়স তার ৯৪ বছর, বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে দেশকে সোনা এনে দিলেন ভাগওয়ানি দেবী (Bhagwani Devi)। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় (World Masters Athletics Championship) দৌড় বিভাগে সোনার পদক জেতেন শতবছরের হাত ছানি পাওয়া এই বৃদ্ধা।
গত ১০ই জুলাই সমাপ্তি হাওয়া এই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সোনার পদকের পাশাপাশি শটপুট বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ-ও জেতেন। বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ বছর ঊর্ধ্ব ব্যক্তিদের এই প্রতিযোগিতায় তিনি দেশকে জোড়া পদক এনে দেন।
৯০ ঊর্ধ্ব এই ঠাকুমার সাফল্যে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক সহ আরও অনেকেই। খবর প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে সোনার ঠাকুমার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ভাসতে শুরু করেছে।