অধ্যায় সাহা: আজ 1st ডিসেম্বর , বিশ্ব AIDS/HIV দিবস। আজ ও এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজে ব্রাত্য সারাবিশ্বের বহুস্থানে । এই রোগ শুরুই হয় সঠিক যৌন শিক্ষার অভাবে। তাই সমাজে সচেতনতা বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই সারা বিশ্বে পালিত হয় এই দিনটি। আপনি যদি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে এই ৫ টি সিনেমা আজই দেখে নিতে পারেন। এইডস বিষয়ে সচেতনতা বাড়াতে অনেকটাই সাহায্য করবে এই ৫ টি সিনেমা (5 best movies on Aids)।
5 best movies on Aids | এইডস নিয়ে ৫ টি সিনেমা
১.নিদান:- মহেশ মাঞ্জরেকার পরিচালিত এবং আর.ভি. পন্ডিত প্রযোজিত ছবি “নিদান” বক্স অফিসে আসে ২০০০ সালে। সিনেমার মুখ্য বিষয় – এক তরুণীর রক্ত সঞ্চালনের মাধ্যমে এইডসে আক্রান্ত হওয়া এবং সেই নিয়ে তৈরি হওয়া পারিবারিক ঘাত প্রতিঘাত। ছবিটিতে অভিনয় করেছেন রিমা লাগু, সুনীল বারভে, শিভাজি সাতাম প্রমুখরা।
২.ফির মিলেঙ্গে- সলমান খান , শিল্পা শেঠি, অভিষেক বচ্চন অভিনীত ‘ফির মিলেঙ্গে’ না বললেই নয়। এই সিনেমা রিলিজ হয়েছিল ২০০৪ সালে। অফিসে কর্মরত কর্মচারীর HIV ধরা পড়া এবং তাকে অফিস থেকে বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই সিনেমা।
৩. মাই ব্রাদার নিখিল- ২০০৫ সালে HIV বিষয়ক বলিউডের সবথেকে প্রভাবশালী সিনেমা ছিল এটাই । এটা শুধু HIV বিষয়ক ছবিই নয় দেখানো হয়েছে সমকামী প্রেমের বিষয়ও। সাঁতারু নিখিল কাপুরের জীবনকে কেন্দ্র করে তৈরি এই সিনেমা। HIV ধরা পড়ার কারণে নিখিলের পাশ থেকে সবাই সরে গেলেও, শুধুমাত্র তার বোন অনামিকা এবং তার সমকামী প্রেমিক সাম তার পাশে ছিল। পরিচালক অনির ছবিতে অভিনয় করেছিলেন জুহি চাওলা, সঞ্জয় সুরি ও ভিক্টর ব্যানার্জি র মত অভিনেতারা।
৪. দশ কাহানিয়া- একজন বার ডান্সার এবং তার প্রতিবেশীর বন্ধুত্ব ও শারীরিক সম্পর্কের ঘাত প্রতিঘাত এই সিনেমার মূল উপজীব্য বিষয়। অভিনয়ে ছিলেন দিয়া মির্জা ও মনোজ বাজপেয়ী। সিয়ার প্রতিবেশী সাহিলের সঙ্গে বন্ধুত্ব হওয়া দিয়ে শুরু হয় এই ছবি । বন্ধুত্ব এগোলে, সাহিল ঘনিষ্ঠ হবার প্রচেষ্টা করলেও শিয়া তাকে বাধা দেয় । এর পরবর্তীতে একটি বার এ গিয়ে সাহিল , শিয়াকে বার ডান্সার হিসেবে দেখে । হতাশ হয়ে মাতাল অবস্থায় তাকে ধর্ষণ করে। পরে জানা যায় শিয়া AIDS রোগে আক্রান্ত।
৫. পজিটিভ- ফারহান আখতার পরিচালিত এই ছবিটি এমন একজন মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল , যার বাবা HIV ভাইরাসে আক্রান্ত ছিল বহু বছর আগেই। কিন্তু হঠাৎই এ ঘটনা সামনে আসার কারণে সে তার বাবাকে তার মায়ের প্রতি প্রতারণার জন্য কিভাবে ক্ষমা করবে ও তার বাবাকে মৃত্যুর শয্যায় কিভাবে স্বস্তি দেবে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এই সিনেমা। মুখ্য চরিত্রে ছিলেন শাবানা আজমি, বোমান ইরানি ও অর্জুন মাথুর।
শরীর থাকলে রোগ থাকবে । একেবারে নীরোগ ব্যক্তি পৃথিবীতে বিরল । তবে রোগ যে শুধু শারীরিক ভোগান্তির কারণ হতে পারে এমনটা কিন্তু নয়। রোগ হতে পারে মানসিক ও সামাজিক ভোগান্তিরও কারণ। এখনো বহু রোগ কে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শরাঞ্চলের সমাজ ব্যবস্থায়ও হীন চোখে দেখা হয়। তাকে ঘিরে এখনো জমে আছে হাজারো কুসংস্কার। আর এমনই একটি রোগ হল HIV বা AIDS অর্থাৎ যাকে বলে Acquired immunodeficiency syndrome । তাই আজ বিশ্ব এইডস দিবসে লড়াই জারি থাকুক রোগের বিরুদ্ধে, সহমর্মিতা পান সমস্ত রুগী। কে বলতে পারে আপনার একটুকু সহমর্মিতা রুগীর বেঁচে থাকার রসদ হবে না ?
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ |