অধ্যায় সাহাঃ বিনোদন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা দর্শক হিসেবে বিনোদনের দুনিয়ায় বলা যেতে পারে এতদিন ব্রাত্যই ছিল। তবে ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (53 IFFI) আয়োজকদের দু’দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যত সাড়া বিশ্বের কাছেই নজির হয়ে থাকল।
গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর আজ তৃতীয় দিন। প্রতি মুহূর্তে ক্যামেরার ফ্ল্যাশ, লাল কার্পেট, চোখধাঁধানো আয়োজন সব কিছুকে ছাপিয়ে সামনের সারিতে জায়গা করে নিল বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সিনেমা দেখার জন্য বিশেষ উদ্যোগ। এম্বেডেড সাবটাইটেল ও অডিও বর্ণনা সহ এবারের চলচ্চিত্র উৎসবে তাদের জন্য প্রদর্শিত হতে চলেছে richard aytenbarer এর অস্কার জয়ী ছবি “গান্ধী” এবং অনন্ত নারায়ণ মহাদেবনের “দ্যা স্টোরিটেলার”।
বিশেষভাবে-সক্ষম ব্যক্তিদের সুবিধার কথা মাথায় রেখে ফিল্মের স্ক্রিনিং এবং স্থান পরিকাঠামোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে , যাতে অডিও ট্র্যাকের মাধ্যমে চলচ্চিত্রের ভিজ্যুয়াল তথ্য বর্ণনা সম্ভব হয়।
এ তো গেল দর্শক হিসেবে বিশেষ ব্যবস্থাপনা। তবে তারাও যাতে বিনোদন জগতের মূল স্রোতে অংশগ্রহণ করতে পারে তার জন্য স্মার্টফোনে চলচ্চিত্র নির্মাণের একটি প্রাথমিক কোর্স এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হুইলচেয়ারে থাকা ব্যক্তিদের জন্যও অভিনয়ের কোর্সের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই উদ্যোগ ভারত ছাড়িয়ে বিশ্বের সিনেমহলে কবে স্থান পায় সেটাই এখন দেখার।
| 53 IFFI |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।