সন্ত সামন্তঃ একেবারে যাচ্ছেতাই অবস্থা ! জেলের ভিতরেই যেন বিশ্বযুদ্ধ। ভোররাতে জেলবন্দি দের নিজেদের মধ্যেই আচমকা শুরু হয় মারপিট। বিছানা, গদি তে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এর নিটফল ৫১ জনের মৃত্যু এবং ২৪ জন আহত। ঘটনা কলম্বিয়ার।
সংবাদ সংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, পশ্চিম কলম্বিয়ার টলুয়া শহরের একটি জেলে গতকাল ভোররাতে আচমকাই নিজেদের মধ্যে মারপিট শুরু হয়। কিছুক্ষণের মধ্যে যা খণ্ডযুদ্ধের রূপ নেয়। বন্দিদের মধ্যে কয়েকজন বিছানা গদি সহ বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে জেল আধিকারিক সহ জেলের নিরাপত্তারক্ষীরা উপস্থিত হয়। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। খবর যায় দমকলের কাছে। দমকল এসে যখন আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। নিজেদের মধ্যে মারপিট আর আগুনের কারণে নিহত হয় ৫১ জন জেল বন্দি। আহত হয়েছেন ২৪ জন। যার মধ্যে জেলের নিরাপত্তারক্ষীরাও রয়েছেন।
এর আগে ২০২০ সালে করোনা বিধি লাগু করা নিয়ে জেল কর্তৃপক্ষ এবং কয়েদিদের মধ্যে সংঘর্ষে ২৪ জন জেলবন্দির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। উল্লেখ্য কলম্বিয়ার জেল গুলিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কয়েদি রাখা হয়। এই নিয়ে মাঝেমধ্যেই বিক্ষোভ দেখায় জেলবন্দিরা। তবে এবারের ঘটনায় হতবাক সারাবিশ্ব।