সন্তু সামন্তঃ কাল অর্থাৎ ২৮ জুলাই শুরু হতে চলেছে বিশ্ব দাবা অলিম্পিক – 44th Chess Olympiad 2022 । স্থান – চেন্নাই (Cnennai)। এর আগে বিশ্ব দাবা অলিম্পিক ভারতে কোনোদিন হয়নি। ২০০ টিরও বেশি দেশ থেকে ২০০০ এরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করবে 44th Chess Olympiad 2022 এ। এই খেলা যাতে বিশ্ববন্দিত হয় তাঁর জন্য চেন্নাই এর স্কুল স্টুডেন্টরা নিজেরা দাবার গুটি সেজে তৈরি করেছে দাবার বোর্ড।
২৮ জুলাই থেকে শুরু করে ১০ আগস্ট পর্যন্ত খেলার সময়সূচী রয়েছে। খেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠান হবে চেন্নাই এর জহরলাল নেহেরু স্টেডিয়ামে। মহাবলিপুরমের ফোর পয়েন্টস এর কনভেনশন সেন্টারে মূল খেলা হবে ।
চেস অলিম্পিয়াডের ইতিহাস এই প্রথম টর্চ র্যালির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে চেস অলিম্পিয়াডের মশাল তুলে দেন ইন্টারন্যাশানাল চেস ফেডারেশনের প্রেসিডেন্ট আরকেডি ডরকোভিক । গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের হাত ধরে ৪০ দিন ধরে সারা বিশ্বের ৭৫ টি শহর ঘুরে ফিরে আসে চেন্নাইতে।
সূত্রের খবর, রেকর্ড হতে চলেছে টিম এর অংশগ্রহণেও। ১৮৬ টি ন্যাশানাল ফেডারেশনের ১৮৮ টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মহিলা টুর্নামেন্টে ১৬০ টি ফেডারেশনের ১৬২ টি টিম অংশগ্রহণ করবে।
সুইস সিস্টেম ফরম্যাটে খেলা হবে। মোট ১১ রাউন্ডের খেলায় প্রতিটি রাউন্ডে পাওয়া পয়েন্ট অনুযায়ী র্যাঙ্ক নির্ধারণ হবে।
প্রসঙ্গত, গত ২০ জুলাই, আন্তর্জাতিক দাবা দিবস এবং 44th Chess Olympiad 2022 উপলক্ষে দিল্লিতে একটি পোস্টাল ষ্ট্যাম্প উৎসর্গ করা হয়েছে।