সন্তু সামন্তঃ সালটা ১৯৯১, আর তারিখ ৩০ আগস্ট । আজকের দিনে দাঁড়িয়ে অতিক্রান্ত হয়েছে ৩১ টি বছর। কিন্তু তাও নব্বই দশকের সিনেমা ‘Saajan’ আজও অন্যতম সেরা সিনেমা। না, শুধু সিনেমার কাহিনীই নয়, ১২ টি গানই হিট সিনেপ্রেমিদের কাছে। এই সাজন সিনেমাকে ঘিরে রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। এই প্রতিবেদনে রয়েছে তাঁরই কিছু ঝলক।
জানা গেছে ওই বছর বক্স অফিস কালেকশনে অন্য মাত্রা এনে দিয়েছিল লরেন্স ডি সুজার পরিচালিত ‘সাজন’। প্রায় ৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। নব্বই এর দশকে টাকার অঙ্কটা নেহাত কম নয়।
খেয়াল করে দেখেছেন কি ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’ এই গানটি সিনেমায় মোট ৪ বার বিভিন্ন প্লটে গাওয়া হয়েছে। এই গানে ঘুরিয়ে ফিরিয়ে গায়ক গায়িকা ছিলেন মোট ৪ জন – কুমার শানু, অনুরাধা পারোয়াল, পঙ্কজ উদাস এবং এস পি বালা শুভ্রমনিয়াম।
এই প্রথম সিনেমার সমস্ত প্লেব্যাক সিঙ্গাররাই মনোনীত হয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারের জন্য। আর নাদিম- শ্রাবণ জুটি পেয়েছিলেন বেস্ট মিউজিক ডিরেক্টরের সম্মান।
আরও একটি ইন্টারেস্টিং তথ্য হল – ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’ গানটির শুট হয়েছিল সিনেমার সমস্ত শুটিং শেষ হওয়ার পর। এই গানের জন্য কুমার শানু সেরা পুরুষ গায়ক হিসেবে ওই বছর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।
জানলে অবাক হবেন অন্যান্য সিনেমা শুট করতে যেখানে বছর ঘুরে যায় সেখানে প্রায় ৩ ঘণ্টার সিনেমা শুট করতে সময় লেগেছিল মাত্র ৩৬ দিন। আর তাতেই আজও হিট কি গানে, কি সিনেমার কাহিনীতে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ