স্নিগ্ধা হালদারঃ চেন্নাই এর গ্র্যান্ডমাস্টার রমেশ প্রজ্ঞানন্দের কাছে পরপর তিনবার হেরেছিলেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এবার আরও একবার হারলেন ভারতীয় ১৯ বছর বয়সী এক কিশোরের কাছে। মেল্ট ওয়াটার চ্যাম্পিয়ন্স দাবা প্রতিযোগিতায় পঞ্চম রাউন্ডে ভারতীয় কিশোর অর্জুন এরিগাইসি হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন কে।
গত মাসে জুলিয়াস বায়ের জেনারেশন কাপ এর ফাইনাল প্রতিযোগিতায় অর্জুন এরিগাইসি হেরে গিয়েছিলেন আর একমাস পর যেন তার বদলা নিলেন, এমনই ছিল তার খেলার ধরন। খুব মাথা ঠাণ্ডা করে খেলছিলেন তিনি। খেলা চলাকালীন ম্যাগনাস কার্লসেনের করা ভুলগুলিরই সুযোগ নিলেন তিনি। আর অবধারিত ভাবেই জয় হলো তার।
অর্জুন এরীগাইসি ২০০৩ সালে জন্মগ্রহণ করে। ছোটো থেকেই দাবা খেলতে খুব ভালোবাসে। মাত্র ১৪ বছর ১১ মাস বয়সে দাবা খেলায় গ্র্যান্ডমাস্টার উপাধি লাভ করে। তিনি ভারতের ৫২তম গ্র্যান্ডমাস্টার এবং বিশ্বের ৩২তম কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। কার্লসেনকে হারিয়ে অর্জুন বলেন, এই জয় তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তিনি খুব খুশি।
অর্জুন টানা তিনটি খেলায় জিতেছেন। নিলস গ্রান্ডেলিয়ানস (সুইডেন), ড্যানিয়েল নরডিতস্কি ( মার্কিন যুক্তরাষ্ট্র) – র কাছে তিনি জয়লাভ করেছেন এবং জান ক্রজিষ্টফ ডুদা ( পোল্যান্ড) – এর সাথে ড্র হয়।
19 year old ArjunErigaisi defeats five time World Chess Champion MagnusCarlsen
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ